রাজপথে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ

প্রবাহ রিপোর্ট : কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সামনে এ প্রতিবাদী মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমানে অন্য দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলছে। এ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। তারা বলেন, দেশের পরিস্থিতি দেখে আমরা হতবাক। কোনোভাবেই এটিকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পুলিশ যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, বাংলার নিরীহ সন্তানদের গুলি করে হত্যা করা হয়েছে, কারাবন্দি করা হয়েছে, ঘরে ঢুকে নিরীহ মানুষ গ্রেপ্তার চলছে। এ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই, অন্য দেশের প্রেসক্রিপশনে এ সরকার এই দেশ চালায়। সংস্কার ছাড়া কোনো সরকার দেশকে ভালোভাবে চালাতে পারবে না। মানববন্ধন কর্মসূচির অন্যতম সমন্বয়ক লেখক ও সাংবাদিক আবিদ আজম বলেন, শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে আমরা রাজপথে দাঁড়িয়েছি। মানববন্ধনে অন্যতম বক্তা মঈন মুনতাসীর বলেন, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সমাবেশে প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়জি, তরুণ কবি ও লেখক সাদাত হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।