জাতীয় সংবাদ

কাল রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন

প্রবাহ রিপোর্ট : সরেজমিন পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করতে আগামীকাল ৪ আগস্ট, রোববার রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। সহিংসতায় নিহত মো. আবু সাঈদের বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে আগামী ৫ আগস্ট সকাল ৯টায়, রংপুর সার্কিট হাউজে। পরে ৬ আগস্ট নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো. মানিক মিয়ার বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে। এ ছাড়া আগামী ৭ আগস্ট নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্যগ্রহণ করবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। গত বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টে তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয়ে কমিশনের সভাপতি বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সাংবাাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, রংপুরে যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন আসছে, সে বিষয়টি সব শ্রেণি-পেশার মানুষকে জানানোর জন্য আগামীকাল (আজ শনিবার) থেকে রংপুরে মাইকিং করা হবে। তদন্ত কমিশনের কাছে যারা সাক্ষ্য দিতে আসবেন তাদের কোনো প্রকার ভয়ভীতি দেখানো হলে কমিশন ছাড় দেবে না বলেও উল্লেখ করেন তিনি। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ও আহতের ঘটনায় দায়ীদের চিহ্নিত করবে ও কারণ উদঘাটন করবে। এ সময় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button