জাতীয় সংবাদ

হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত

এফএনএস: হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে আরও শতাধিক। নিহতরা হলেন বানিয়াচংয়ের যাত্রাপাশা মহল্লার সানু মিয়ার ছেলে হাসান মিয়া (১২), মাঝের মহল্লা গ্রামের আব্দুন নুরের ছেলে আশরাফুল ইসলাম (১৭), পাড়াগাঁও মহল্লার শমশের মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৪০), কামালহানি মহল্লার নয়ন মিয়া (১৮), যাতুকর্নপাড়া মহল্লার আবদুর রউফের ছেলে তোফাজ্জ্বল (১৮), পূর্বঘর গ্রামের দলাই মিয়ার ছেলে সাদিকুর (৩০)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধরা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। একপর্যায়ে বিক্ষোভরত ছাত্র-জনতা থানায় ও ডাকবাংলোয় আগুন ধরিয়ে দেয়। হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নুরুল হক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৬ জনকে মৃত ঘোষণা করা হয়। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button