জাতীয় সংবাদ
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান ফখরুলের

প্রবাহ রিপোর্ট : দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব এ আহ্বান জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ‘জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।