জাতীয় সংবাদ
তিন বাহিনীকে সহায়তা করছে র্যাব-পুলিশ

প্রবাহ রিপোর্ট : সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীকে সহায়তা করছে বিজিবি, র্যাব ও পুলিশ। এ বিষয়ে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। উল্লেখ্য, সরকার পতনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, দোকানপাট, ঘরবাড়ি, সংখ্যালঘু সম্প্রদায়ের উপসনালয়ে হামলার খবর পাওয়া গেছে। এমনি সারা দেশে শত শত থানায় হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সবাইকে নাশকতা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।