জাতীয় সংবাদ

লালমনিরহাটে আ. লীগ নেতার পুড়ে যাওয়া ভবনে ৬ লাশ

প্রবাহ রিপোর্ট : লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের পুড়ে যাওয়া ভবন থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা তল্লাশিকালে এসব লাশ দেখতে পায়। জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের পরেই লালমনিরহাট জেলাজুড়ে উল্লাসে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। বিকেলে জেলার আওয়ামী লীগ নেতাকর্মী ও সংসদ সদস্যদের বাসা ও প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের শহরের কালীবাড়ি বাজারস্থ চারতলা আলিশান বাসায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে রাত ৩টার দিকে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুনে পুড়ে যাওয়া বাড়িটি তল্লাশি চালিয়ে ছয়জনের লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্ত করতে না পারায় লাশগুলো ওই বাড়িতেই রাখা হয়। বিজয় মিছিলের পর থেকে লালমনিরহাটে ছয়জন শিক্ষার্থী নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে- এই ছয়টি লাশ ওই শিক্ষার্থীদের হতে পারে। নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধে অগ্নিদগ্ধ বাসায় তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার সকালে সদর থানা পুলিশ ওই বাড়ি থেকে আগুনে পুড়ে যাওয়া ছয় লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। লালমনিরহাট সদর থানা ওসি ওমর ফারুক বলেন, আগুনে পুড়ে যাওয়া ছয় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত না হলেও ধারণা করা হচ্ছে নিখোঁজ ছয় শিক্ষার্থীর লাশ এগুলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button