জাতীয় সংবাদ

এনবিআরে বিক্ষোভ : চেয়ারম্যানকে বরখাস্তের দাবি

প্রবাহ রিপোর্ট : শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের একদিন পর বাংলাদেশ ব্যাংকের মতো জাতীয় রাজস্ব বোর্ডেও (এনবিআর) বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষুব্ধরা বর্তমান চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বরখাস্তের দাবি তুলেছেন। গতকাল বুধবার সকাল থেকেই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। দুপুরের দিকে এ বিক্ষোভ এনবিআরের প্রধান কার্যালয়সহ বিভিন্ন কর অফিসে ছড়িয়ে পড়ে। এতে বোর্ডের সদস্য পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে শুল্ক, ভ্যাট ও আয়কর অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বরখাস্তের দাবি জানানো হয়। এ পরিস্থিতির মধ্যে এনবিআর চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। এনবিআরের একাধিক কর্মকর্তাও এমনটা জানিয়েছেন। জানা গেছে, গত মঙ্গলবার আবু হেনা মো. রহমাতুল মুনিম অফিসে আসেন। তবে গতকাল বুধবার অফিসে আসেননি। এরইমধ্যে খবর ছড়িয়ে পড়ে তিনি পদত্যাগ করেছেন। একাধিক কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা নিশ্চিত করেননি। প্রধান কার্যালয়ে বিক্ষোভ করেছেন এমন একাধিক কর্মকর্তা-কর্মচারী বলেন, আমরা এই স্বেচ্ছাচারী চেয়ারম্যানের পদত্যাগ চাই। ছাত্রদের মতো আমাদেরও সোচ্চার না হলে ভবিষ্যতে আরও মূল্য দিতে হবে। এখনই সময় সবাই একত্র হয়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে এর প্রতিবাদ করার। স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য প্রয়োজনে কর্মবিরতি পালন করতে হবে। আগে থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে দাবি রয়েছে নিজস্ব ক্যাডারে থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার। কিন্তু রেওয়াজ হয়ে গেছে অ্যাডমিন ক্যাডার থেকে বিভিন্ন সরকার এনবিআর চেয়ারম্যান নিয়োগ দেওয়ার। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশ ত্যাগের পর এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পুরোনো দাবিটি মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রধান কার্যালয় থেকে বিভিন্ন কার্যালয়ে বরখাস্তের দাবি প্রবল হয়েছে। আর এনবিআর চেয়ারম্যানের গতকাল বুধবার অফিসে না আসায় বিষয়টি আরও ডালপালা মেলেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button