জাতীয় সংবাদ

সপরিবারে দেশ ছাড়লেন রাজশাহী সিটি মেয়র লিটন

প্রবাহ রিপোর্ট : সপরিবারে দেশ ছেড়ে ভারতে গেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গোয়েন্দা ও দলটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মেয়র লিটন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জেলহত্যায় নিহত এএইচএম কামারুজ্জামানের ছেলে। দলীয় সূত্রে জানা যায়, সোমবার শেখ হাসিনা পতনের দিবাগত রাতেই খায়রুজ্জামান লিটন গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর আগের দিন যান মেয়র লিটনের স্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন আকতার রেনী এবং ছোট মেয়ে। সূত্র আরও জানায়, প্রায় ২০ দিন আগে মেয়র লিটনের বড় মেয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আনিকা ফারিহা জামান অর্ণা ও তার স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক রেজভি আহমেদ ভূঁইয়া থাইল্যান্ড চলে গেছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের পর থেকে আত্মগোপনে আছেন তারাও।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button