জাতীয় সংবাদ

ঢাবির জিয়া হল রাজনীতিমুক্ত ঘোষণা করে শপথ পাঠ

প্রবাহ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের পদত্যাগ দাবি এবং হলকে সমস্ত লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলের ছাত্ররাজনীতিমুক্ত ঘোষণা করে শপথ পাঠ করেছেন হলের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এ শপথ পাঠ করেন তারা। এর আগে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়ে দেশাত্মবোধক গানের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। শপথে শিক্ষার্থীরা বলেন, আমরা শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শত সহ¯্র শহীদের স্মরণে শপথ করছি যে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্ররাজনীতিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট থাকবো। হলকে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলবো। হলের শৃঙ্খলা বজায় রাখবো। শিক্ষার্থীবিরোধী কর্মকা-ে জড়িত হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও সন্ত্রাসীদের হলে প্রবেশ করতে দেবো না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণহত্যার সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হলের প্রভোস্ট, প্রক্টর ও শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা, আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর জারি রাখবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button