জাতীয় সংবাদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

প্রবাহ রিপোর্ট : শেখ হাসিনার সরকারের পতনে শিক্ষার্থীরা আল্টিমেটাম দেওয়ায় ইসলামি বিশ্ববিদ্যাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হাসিবুর রশীদও পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সর্বত্র। ওইদিন ভিসির পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যান অধ্যাপক ড. হাসিবুর রশীদ। ড. হাসিবুর রশীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২০২১ সালের ১৪ জুন যোগদান করেন। চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করলেন তিনি। গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বিকেলে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button