জাতীয় সংবাদ

পদত্যাগ করেছেন পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক

প্রবাহ রিপোর্ট : অবসর পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের মাত্র ৩ মাসের মাথায় পদত্যাগ করেছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান। গত ৮ আগস্ট তিনি বিপিসি চেয়ারম্যান রোবরাব এ পদত্যাগপত্র জমা দেন। শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন অফিস আদালত খুললেও মাসুদুর রহমান চট্টগ্রামের প্রধান কার্যালয়ে আসেন নি। পদ্মা অয়েলের বিশ্বস্ত এক সূত্র জানিয়েছে, মাসুদুর রহমান সাবেক সরকারের আইসিটি প্রতিমন্ত্রী পলকের নিকটাত্মীয় ছিলেন। এই সুযোগে তিনি বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে প্রথমে ব্যবস্থাপনা পরিচালক হন। গত ৩০ এপ্রিল চাকরির মেয়াদ শেষে অবসরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু দলীয় প্রভাব কাটিয়ে তিনি আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। বিপিসি সূত্রে জানা গেছে, বিপিসির পদক্ষেপে গত ১ মে তিনি পদ্মা অয়েলে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ পান এবং যোগদান করেন। তবে হাসিনা সরকারের পতনের পর যোগ দেওয়ার মাত্র তিন মাসের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক ও ব্যক্তিগত সমস্যার কারণে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন। বিপিসির সচিব মোহাম্মদ আশরাফ হোসেন পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button