মাঠে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে

প্রবাহ রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, একটি দুর্যোগময় সময়ে শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তা-ঘাট পরিষ্কার ও দেয়ালে গ্রাফিতি করছে। তারা দেশের জন্য ভূমিকা রাখছে। মাঠে কাজের জন্য তাদের মূল্যায়ন করা হবে, উৎসাহব্যঞ্জক সনদ দেওয়া হবে। গতকাল রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি পুলিশের মহাপরিদর্শককে অনুরোধ করবো, যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, রাস্তা-ঘাট ও অলিগলি পরিষ্কার করে দেওয়াগুলোতে গ্রাফিতি আঁকছে, তাদের তালিকা করে পুলিশের পক্ষ থেকে সনদ দেওয়া হোক। চাকরির ক্ষেত্রে এই সনদের যেন মূল্যায়ন হয়।’ তিনি বলেন, ‘শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রঙ কিনে দেওয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো, হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।’ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় আমার গাড়িও ধরেছে। তারা আমার গাড়ি থামিয়ে বলেছে, পতাকাওয়ালা গাড়ি। তারপর তারা বলছে, পতাকা থাক আর যাই থাক, গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো, না স্যার আপনি চলে যান। যেটা পুলিশ করতে পারতো না; সেটা তারা করছে। তারা কোনো চাঁদা নেয় না। কোনো দোকানে গিয়ে বলে না খাবার দাও। এই শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তারা ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করেছে।’