জাতীয় সংবাদ
পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত

প্রবাহ রিপোর্ট : সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। মঙ্গলবারের মধ্যে এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে। এ ছাড়া পলকের ছেলে অনির্বাণ জুনাইদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্ট শাখা বিএফআইইউ। এ ছাড়া একইদিনে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম, ছেলে শাম্মাম জুনাইদ ইফতির ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ। তফসিলি ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট এই স্থগিতের আওতায় থাকবে।