জাতীয় সংবাদ

যশোর বিমানবন্দর পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান

প্রবাহ রিপোর্ট : যশোর বিমানবন্দর পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি যশোর বিমানবন্দর পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান ‘ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ’ এর আওতায় এ বিমানবন্দরে বিমানবাহিনীর সদস্যদের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন ও তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অসামরিক কর্তৃপক্ষকে সহায়তায় বাংলাদেশ বিমানবাহিনী, বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে পালন করে আসছে। বিমানবাহিনী খাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম শুরু থেকেই তদারকি করছে। এ ঘাঁটির নিরাপত্তা দল বিমান যাত্রীদের আগমন ও প্রস্থানকালে বাড়তি নিরাপত্তা এবং সহযোগিতা দেওয়ার পাশাপাশি বিমান নিরাপদ উড্ডয়ন ও অবতরণে সর্বাত্মক সহযোগিতা করছে। মতিউর ঘাঁটির টাস্কফোর্স ও স্ট্রাইকিং ফোর্স এ বিমান বন্দর ও পার্শ্ববর্তী এলাকায় সার্বক্ষণিক নজরদারিসহ বিমান পরিচালনার সব কাজে কারিগরি ও প্রশাসনিক সহায়তা দিয়ে আসছে। বিমানবাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমানবন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button