জাতীয় সংবাদ

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ৩৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। গত মঙ্গলবার পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল এবং গ্যাসগান। র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল আলমএ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনারের (হেডকোয়ার্টার্স) কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভে পতন ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পতনের পর বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। ওই ঘটনায় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button