জাতীয় সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ৮০০ জনের বিরুদ্ধে মামলা

প্রবাহ রিপোর্ট : খাগড়াছড়িতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৫০০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। জানা যায়, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে শহরের কলাবাগান এলাকায় অবস্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা এবং ভাঙচুর লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button