জাতীয় সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী নিহত

প্রবাহ রিপোর্ট ঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে সরাইলের রাজাবাড়িয়া নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছরের এক নারী নিহত হন। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



