জাতীয় সংবাদ

আন্দোলনে আটক শিশু ও তরুণদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নির্বিচারে গ্রেপ্তার এবং আটকের শিকার শিশু ও তরুণদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নাজাত মাল্লা মজিদ। নিউইয়র্ক থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। তিনি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের নির্যাতন ও শোষণ থেকে শিশুদের রক্ষা করার জন্য আইন ও পদ্ধতির বিদ্যমান ফাঁকফোকর দূর করার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের তরুণ ও শিশুরা সামনের সারিতে রয়েছে। তারা অনেক কিছু অর্জন করেছে, তবে তারা একটি বিশাল মূল্যও দিয়েছে। ইউনিসেফের সর্বশেষ যাচাই করা পরিসংখ্যান অনুযায়ী, শান্তিপূর্ণ বিক্ষোভে দমন অভিযানের সময় ৬৫ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। তিনি বলেন, আমি জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে যোগ দিয়ে সব ধরনের সহিংসতার পূর্ণাঙ্গ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছি। বিশেষ করে আমি সহিংসতা, নির্বিচারে গ্রেপ্তার এবং আটকের শিকার শিশু ও তরুণদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিতে চাই। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে প্রতিষ্ঠান ও সামাজিক কর্মসূচি সম্প্রসারণ ও জোরদার করার জন্য উৎসাহিত করেন যাতে তা সব শিশুর কাছে সহজলভ্য হয়। মালা মাজিদ অপ্রাপ্তবয়স্কদের জন্য স্বাধীন আদালতসহ একটি শিশুবান্ধব বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আমি শিশুদের মুক্তি দেওয়া শুরুকে স্বাগত জানাই এবং আটক সব শিশুকে দ্রুত মুক্তির আহ্বান জানাই। এটা গুরুত্বপূর্ণ যে তাদের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়া হবে। এসব শিশু ও তাদের পরিবারের সুস্থতা ও ভবিষ্যৎ রক্ষায় আইনি সহায়তা, মনোসামাজিক সেবা ও পুনরেকত্রীকরণ সেবাসহ যথাযথ সহায়তা পাওয়া জরুরি। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি যুব ও শিশুদের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তরুণ ও শিশুরা এই সংগ্রামের অগ্রভাগে ছিল এবং পরিবর্তনের অগ্রভাগে থাকা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারে তাদের উপদেষ্টার ভূমিকা নিশ্চিত করার জন্য গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো আমি সমর্থন করি। তরুণ ও শিশুদের সক্রিয়ভাবে এবং অর্থপূর্ণভাবে জড়িত থাকা অব্যাহত রাখা অপরিহার্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button