কোটা সংস্কার আন্দোলন: গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

প্রবাহ রিপোর্ট : কোটা সংস্কার থেকে সরকার পতন আন্দোলনের মধ্যে ঢাকার জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হওয়া মো. রিয়াজ (২৩) নামের এক শিক্ষার্থী ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। গত শনিবার বিকাল ৪টা ৫০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রিয়াজ বরিশাল হিজলা উপজেলার লক্ষীপুর গ্রামের গার্মেন্টস কর্মী মাহমুদুল হকের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় খালু শাহাদত হোসেনের বাসায় থাকতেন। চার ভাইয়ের মধ্যে রিয়াজ ছিলেন সবার ছোট। তিনি বরিশাল মুলাদী ডিগ্রী কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি ঢাকার নিউমার্কেটে একটি পোশাকের দোকানের বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। রিয়াজের বড় ভাই রেজাউল করিম বলেন, গত ৪ আগস্ট দুপুরে জিগাতলা এলাকায় মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয় রিয়াজ। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে গতকাল মারা গেছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংস হয়ে ওঠে। ১৬ জুলাই থেকে ৫ অগাস্ট সরকার পতন ও পরবর্তী সহিংসতায় বহু মানুষ হতাহত হন। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কারও কারও মৃত্যুর খবর আসছে।