জাতীয় সংবাদ

দুদক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রবাহ রিপোর্ট : দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ৩১ বছর বয়সী এক ভুক্তভোগী নারী মামলা করেছেন। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক শওকত আলীর আদালতে মামলার আবেদন জমা দেন ওই নারী। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর দারুসসালাম থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মাহবুব হাসান রানা। মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্তের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মামুনুর রশীদ বাদীকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। তবে মামুনুর রশীদ শর্ত আরোপ করেন চাকরিতে বিয়ের পারমিশন না হওয়া পর্যন্ত তাকে বাড়িতে তুলতে পারবেন না। গত বছরের ১৬ জুলাই বিকাল ৫টার দিকে সাভার স্মৃতিসৌধে বসে দুজনের উপস্থিতিতে একটি কাবিননামায় সই করেন মামুন। তখন বলেন যে তাদের বিয়ে হয়ে গেছে। কাবিনের অন্যান্য কাজ তিনি নিজে করবেন। গত ২১ জুলাই আশুলিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা একটি বাসা ভাড়া করে একত্রে বসবাস শুরু করেন। এদিকে ভুক্তভোগী নারী পরিবারের কাছে তার বিয়ের কথা জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হন মামুনুর রশীদ। তিনি এই সম্পর্ক রাখবেন না বলে জানিয়ে দেন। এতে স্ত্রী তাকে তার বাড়িতে নিয়ে যেতে চাপ দিলে মামুনুর ২৯ জুলাই তাকে বাসায় একা রেখে চলে যান। ৪ আগস্ট নারীর পরিবারের সামনে ওই বাসায় গিয়ে জানিয়ে দেন, এতদিন তিনি বিয়ের মিথ্যা নাটক করে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেছেন। তার সঙ্গে সংসার করার ইচ্ছে নেই। এটা নিয়ে বাড়াবাড়ি করলে অন্তরঙ্গ ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন। প্রয়োজনে তাকে যেকোনও সময় গুম ও হত্যা করার হুমকি দেন। এ নিয়ে বাদী ১২ সেপ্টেম্বর আদালতে একটি মামলা করেন। পরে তাদের মধ্যে আপস-মীমাংসা হয়। সিদ্ধান্ত হয় বিয়ের। বাদী মামলাটি উত্তোলন করে নেন। কোরবানির ঈদের পরদিন বিয়ের দিন ধার্য করা হয়। গত ২ এপ্রিল এবং ৪ এপ্রিল তারা একত্রে বিয়ের জন্য মার্কেট করে একান্ত সময় কাটিয়ে বাদীকে ধর্ষণ করেন। গত ১৫ আগস্ট মামুনুর বাদীকে জানিয়ে দেন তাকে বিয়ে করা সম্ভব নয়। মামলার বিষয় উল্লেখ করে মামুনুরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, মামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না। মামলার কাগজ নিয়ে তার সঙ্গে দেখা করতে বলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button