জাতীয় সংবাদ

কাঠমিস্ত্রি নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রবাহ রিপোর্ট : ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে তারিক নামে এক কাঠমিস্ত্রি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে মামলাটির আবেদন করেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নিহতের মা ফিদুশী খাতুন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী লিটন মিয়া এসব তথ্য জানান। অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব সরকার ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বাদীর অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকালে শেরেবাংলা নগর থানার সামনে রাস্তায় গুলিবিদ্ধ হন তারিক। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button