জাতীয় সংবাদ

রাশেদ খান মেনন গ্রেফতার

প্রবাহ রিপোর্টঃ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার (২২আগস্ট) গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ছাত্র-জনতা হত্যার ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে।তবে, রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে– ডিবি পুলিশের পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button