জাতীয় সংবাদ

বন্যার পানিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গিয়ে মোহাম্মদ রনি (২০) নামে এক যুবক নিখোঁজ হন। গতকাল শুক্রবার মধ্যরাতে ওই যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এর আগে গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা বিলে বন্যার পানিতে তলিয়ে যান ওই যুবক। নিহত রনি দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাবতল এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বুধবার রাত থেকে পাহাড়ি ঢলে ইছামতি নদীর তীর উপচে পানি প্রবেশ করে। গত বৃহস্পতিবার দুপুরে বন্যার পানি দেখতে তিন-চারজন এক সঙ্গে নদী সংলগ্ন জমিতে নামেন। এ সময় প্রবল বেগে ধেয়ে আসা ¯্রােতে রনি তলিয়ে যায়। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস দিনভর চেষ্টা চালিয়ে তার খোঁজ পায়নি। পরে মধ্যরাতে পাশের একটি বিল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এর আগে ফটিকছড়িতে বন্যার পানিতে তলিয়ে গিয়ে সামি (১২) নামে এক শিশু নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাটের সাদি নগরে এই ঘটনা ঘটে। নিখোঁজ সামি ৭ নম্বর ওয়ার্ড সাদিনগরের ভাড়াটিয়া হামিদের ছেলে বলে জানা যায়। এদিকে ইছামতি নদীতে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গুনিয়ার বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে দেশের শষ্য ভা-ার খ্যাত গুমাইল বিলের শত শত হেক্টর ফসলি জমি। ডুবেছে বসত বাড়ি ও মাছের ঘের। স্থানীয় বাসিন্দা আহমেদ রেজা আরিফ বলেন, ইছামতি নদীর পাহাড়ি ঢলে উত্তর রাঙ্গুনিয়ার রাজানগর, দক্ষিণ রাজানগর, পারুয়া, হোসনাবাদসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। চট্রগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনিয়া অংশের কিছু জায়গা প্লাবিত হয়েছে। ইছামতি নদীর রাবার ড্যামের ব্রিজের অপরিকল্পিত অতিরিক্ত পিলারের কারণে বন্যার সৃষ্টি বলে অভিযোগ এলাকাবাসীর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button