জাতীয় সংবাদ

কুমিল্লায় গোমতীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি : শতাধিক গ্রাম প্লাবিত

প্রবাহ রিপোর্ট : কুমিল্লায় ভেঙে গেছে গোমতীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। গত বৃহস্পতিবার রাত ১২টায় বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় প্রথমে একটি ছোট গর্ত দিয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পরেই তা বড় আকারে রূপ নেয়। এরপর থেকে প্রবল বেগে পানি ঢুকছে বুড়িচং উপজেলায়। গতকাল শুক্রবার সকালে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। গত বৃহস্পতিবার ভোর থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবী স্থানীয় লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে ও বাঁধ রক্ষার্থে কাজ করছেন। এদিকে সকাল ৯টার পর থেকে বৃষ্টি না হলেও গোমতী নদীর পানি বাড়ছে। গত বৃহস্পতিবার সকাল ৭টায় নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাত ১১টায় তা দাঁড়ায় ১৩৬ সেন্টিমিটারে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া অংশে পানি বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। প্রবল প্রবাহের সঙ্গে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। উপজেলার অধিকাংশ এলাকা এখন প্লাবিত। এদিকে গোমতীর প্রবল ¯্রােতে আদর্শ সদর, মুরাদনগর ও দেবিদ্বারের কিছুকিছু এলাকা প্লাবিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button