পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৮ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক আদেশে এই বদলি করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলামকে এসবিতে, লালমনিরহাট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. খালেদ ইবনে মালেককে ডিএমপিতে, মানিকগঞ্জ সদর সার্কেলের মুহাম্মদ কামরুল হাসানকে পুলিশ সদর দপ্তরে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমানকে পুলিশ সদর দপ্তরে, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শামসুন্নাহারকে পুলিশ সদর দপ্তরে, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানকে র্যাবে, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সার্কেলের মো. রাকিবুল ইসলামকে ডিএমপিতে এবং রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে কে এইচ এম এরশাদকে ডিএমপিতে বদলি করা হয়েছে।এছাড়া দুই সহকারী পুলিশ সুপারের মধ্যে খাগড়াছড়ির এপিবিএনের মো. ফয়েজ ইকবালকে ডিএমপিতে ও টাঙ্গাইল মির্জাপুর সার্কেলের এস এম মনসুর মূসাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।