জাতীয় সংবাদ

বন্যায় ৭ জেলায় ২৭ জনের মৃত্যু : ৭৪ উপজেলা প্লাবিত

নিহতের মধ্যে কুমিল্লায় ১০, নোয়াখালীতে ৫, চট্টগ্রামে ৫, কক্সবাজারে ৩, ফেনীতে ১, খাগড়াছড়িতে ১, , ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষীপুরে ১জন

প্রবাহ রিপোর্ট ঃ প্রবল বন্যায় দেশের ১১ টি জেলা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সাতটি জেলায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে কুমিল্লায় ১০, ফেনীতে একজন, চট্টগ্রামে পাঁচজন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫জন, ব্রাহ্মণবাড়িয়ায় এক, লক্ষ্মীপুরে এক ও কক্সবাজারে ৩ জন রয়েছেন। আর নিখোঁজ রয়েছেন ২ জন; তারা মৌলভীবাজারের বাসিন্দা। বন্যা আক্রান্ত জেলা ১১টি। সেগুলো হচ্ছে- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজার। ৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৪১টি। ১১ জেলায় মোট ১২,০৭,৪২৯ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। পানিবন্দি/ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩,৮৮৬ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৫,০৯,৭২৮ জন লোক এবং ৩৪,৪২১ টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬২০টি মেডিকেল টিম চালু রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বন্যা উপদ্রুত এলাকায় সরকারী বেসরকারীসহ সকল পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। বন্যা আক্রান্ত জেলাগুলোতে মোবাইল ও টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button