জাতীয় সংবাদ

আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলার আবেদন হিরো আলমের

প্রবাহ রিপোর্ট : সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তিনি এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ অপেক্ষায় রেখেছেন। মামলার বাদী হিরো আলম নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ থেকে জানা গেছে, গত বছর ১৭ জুলাই সকাল থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন। পরে বিকাল সাড়ে ৩টায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। প্রায় ৪০ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে পাঁচ-ছয় জন সহযোগীসহ হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাত ১৫-২০ জন গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। মারধরের একপর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাত একজন হত্যার উদ্দেশ্যে হিরো আলমের কলার চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। এর মধ্যে আরেক জন এসে তলপেটে লাথি মারলে তিনি রাস্তায় পড়ে যান। আরও বলা হয়, রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে এবং টানাহেঁচড়া করে। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব, রনি ও আল আমিন তাকে বাঁচাতে গেলে তাদেরও মারপিট করে আসামিরা। হিরো আলমের ওপর হামলার ঘটনায় পরদিন ১৮ জুলাই তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তবে হিরো আলম গতকাল বুধবার নিজে বাদী হয়ে অরেকটি মামলার আবেদন করলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button