জাতীয় সংবাদ
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রবাহ রিপোর্ট : ছয় দিনের রিমান্ড শেষে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার বিকেলে আদালত এই আদেশ দেন। গত ২৫ শে আগস্ট রূপগঞ্জের স্কুল শিক্ষার্থী রোমান হত্যা মামলায় তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে গতকাল শুক্রবার তাকে আদালতে তোলা হয়। এর আগে, গত ২৪ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর রূপগঞ্জে আনন্দ-মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুলছাত্র রোমান মিয়া। এ ঘটনায়, নিহতের খালা রিনা বাদি হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলেসহ আসামি করে ২১ আগস্ট মামলা দায়ের করেন। সেই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়।



