শিশু সামির হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে রাজধানীর কাফরুল থানা এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীর গুলিতে জামিউল উলুম মাদ্রাসার নূরানি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাফকাত সামিরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে রোববার নিহতের বাবা মো. সাকিবুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, এর আগে একই ঘটনায় কাফরুল থানায় মামলা হওয়ায় দুটি মামলা একত্রে তদন্তের নির্দেশ দেন আদালত। মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মাসুম খানএ তথ্য নিশ্চিত করেন। মামলার অপর উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, মেহেদী হাসান (পলাশ) ও মো. ফারুকুল আলমসহ প্রমুখ। মামলায় আরও ৫০/৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগে করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই আসামিদের নির্দেশে অজ্ঞাত আসামির গুলিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাফকাত সামির নিহত হয়। অভিযোগে আরও বলা হয়, ১৯ জুলাই বিকালে কাফরুল থানার সামনের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ঢুকছিল ভিকটিম সামিরের ঘরে। জানালা বন্ধ করতে গেলে বাইরে থেকে আসামিদের ছোঁড়া গুলি এসে বিদ্ধ করে শিশু সামিরকে। গুলিটি তার চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের যায়। ঘরে ছিল সামিরের চাচা মশিউর রহমান। আসামিদের গুলি মশিউরের কাঁধে লেগে কাঁধ ফুড়ে বেরিয়ে সামিরের চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে শিশু সামির মৃত্যু হয়।