জাতীয় সংবাদ
মৌলভীবাজার সীমান্তে কিশোরী হত্যার প্রতিবাদ

প্রবাহ রিপোর্ট : মৌলভীবাজার সীমান্তে গত ১ সেপ্টেম্বর ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর ঘটনায় ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষ্ঠুর এই হত্যাকা-ের জন্য তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র ভারতীয় দূতাবাসের কাছে দেওয়া হযেছে। বাংলাদেশ সরকার ভারতকে মনে করিয়ে দিতে চায় যে সীমান্তে হত্যাকা- অবাঞ্ছিত ও অযাচিত এবং এ ধরনের অন্যায্য কাজ যৌথ ভারত-বাংলাদেশ বর্ডার কর্তৃপক্ষ গাইডলাইন ১৯৭৫ এর পরিপন্থি, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, এ ধরনের জঘন্য কাজ যেন না হয় এবং সব সীমান্ত হত্যাকা-ের তদন্ত করে দোষিদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।