জাতীয় সংবাদ

প্রাথমিকের ডিজির অপসারণ দাবিতে উত্তাল অধিদপ্তর

প্রবাহ রিপোর্ট : সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবদুস সামাদের অপসারণের দাবিতে দশম দিনের মতো বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে ওঠে অধিদপ্তর অঙ্গন। গতকাল বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে অংশ নেন। ডিজির অপসারণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। সমাবেশে অংশ নেওয়া বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বলেন, প্রাথমিক শিক্ষা সম্পর্কে নূন্যতম কোনো ধারণা না থাকা এই কর্মকর্তাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই কর্মকর্তা অধিদপ্তরের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে তাকে প্রাথমিক শিক্ষার মহাপরিচালকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ থেকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে। মহাপরিচালককে অপসারণ করে একজন শিক্ষাবান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি জানান আন্দোলনকারীরা। সমাবেশে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার দায়িত্ব গ্রহণের পর ২০ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসেন এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। কিন্তু সভায় মহাপরিচালক তার নির্বাচিত কিছু ব্যক্তিকে নিয়ে গোপনে সব আয়োজন শেষ করেন। এ ছাড়া সভায় তিনি তার পছন্দের মাত্র ছয় জন ব্যক্তিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। এই ঘটনার পর মহাপরিচালকের বিরুদ্ধে বিতর্কিত কর্মকা-ের অভিযোগ তোলেন কর্মকর্তা-কর্মচারীরা। বিতর্কিত, পদলোভী কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে আবদুস সামাদ মহাপরিচালক পদ ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন কর্মকর্তারা। নতুন কর্মসূচি ঘোষণা করে প্রধান আন্দোলন সমন্বয়ক মো. আবদুর রজ্জোক সিদ্দিকী বলনে, আজকের (গতকাল বৃহস্পতিবার) মধ্যে অপসারণ না হলে ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ মাঠ পর্যায়ের সব দপ্তরে মহাপরিচালকে অপসারণের দাবিতে ব্যানার টানানো হবে। ওইদিন এক ঘণ্টার কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে। সমাবেশে অধদিপ্তরের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা ও কর্মচারী মহাপরিচালকের অপসারণ চেয়ে বক্তব্য রাখেন। তারা হলেন পরিচালক নাসিমা বেগম, উপ-পরিচালক আলেয়া ফরেদৌসী, উপ-পরিচালক আবদুল আলীম, উপ-পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক এনামুল হক, সুপারিনটেনডেন্ট মো. আবদুস সেলিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম তকিবুল ইসলাম। কর্মচারী সমিতির পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক খায়ের আহমদ মজুমদার, সমিতির নেতা মো. আবদুল হালিম ও শফিকুল ইসলাম প্রমুখ। গত ২৭ আগস্ট থেকে মহাপরিচালকের পদত্যাগের দাবিতে আন্দোলন-কর্মসূচি শুরু হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button