জাতীয় সংবাদ
নাটোর যুবলীগ সভাপতির বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার ভোরে শহরের কানাখালী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, রাতে অভিযান শুরু করে যৌথবাহিনী। ভোরে জেলা যুবলীগের সভাপতির বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পিস্তলের কাভার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন বাশিরুর রহমান খান চৌধুরী।