জাতীয় সংবাদ
৫০ পুলিশ কর্মকর্তার পদায়ন

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে ৫০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
ডিএমপিতে ১৭ কর্মকর্তার পদায়ন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
অতিরিক্ত এসপি ও এএসপি পদমর্যাদার ৩৩ কর্মকর্তার পদায়ন: পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।