জাতীয় সংবাদ
দেশে ফিরেছেন লিবিয়ায় আটকেপড়া ১৫০ বাংলাদেশি

প্রবাহ রিপোর্ট : লিবিয়ায় আটকেপড়া ১৫০ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৫০ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় দেশে ফেরানো হয়েছে। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) রাসেল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রত্যাবাসনকৃত বাংলাদেশি নাগরিকদেরকে গানফুদা ডিটেনশন সেন্টার হতে গ্রহণ করে। পরে বেনগাজীর বেনিনা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানানো হয়।