জাতীয় সংবাদ

রাজধানীতে ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে ২ ভাইকে কুপিয়ে হত্যা : গ্রেপ্তার ৩

প্রবাহ রিপোর্ট : রাজধানীর ওয়ারী থানার হাটখোলা এলাকায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন-মো. আকবর হোসেন (৬০), তার ছেলে মো. আসিফ সুলতান সিফাত (২৭) ও তার বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)। এর আগে, গত ১৫ আগস্ট সকালে দুইভাই আল আমিন ভূঁইয়া (৪২) ও তার ছোট ভাই নুরুল আমিন ভূঁইয়াকে (৩৫) হত্যা করা হয়। এ ঘটনার নিহতদের বড় ভাই মো. রুহুল আমিন ভূইয়ার করা মামলার প্রেক্ষিতে গত শুক্রবার সাভার থেকে আসামিদের গ্রেপ্তার করে ওয়ারী থানা পুলিশ। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন। ওয়ারী বিভাগের ডিসি বলেন, মো. রুহুল আমিন ভুইয়া (৪০) এর আপন মেজ ভাই মো. আলামিন ভূইয়া (৩৮) ওয়ারী থানাধীন ১০ নং হাটখোলা রোডের ‘ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানির’কাছ থেকে একটি ফ্ল্যাট ক্রয়ের চুক্তি করেন। ওই ফ্ল্যাটের ল্যান্ড ওনার ‘অ্যাডভোকেট আকবর গং’ এর সঙ্গে ২০১৪ সালে রিয়েল স্টেট কোম্পানির মালিক রিপনের সঙ্গে চুক্তি হয়। পরবর্তীতে ১০ বছরেও ওই স্থানে বিল্ডিং নির্মাণ না করায় ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর গং ওই স্থানে দ্বিতীয় তলা নিজেদের অর্থায়নে নির্মাণ করে। যেহেতু বাদীর মেজ ভাই মো. আলামিন ভূইয়া (৩৮) এর সঙ্গে ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানির ফ্ল্যাট ক্রয়ের চুক্তি হয়েছিল, তাই আল আমিন ভুইয়া তার ছোট ভাই মো. নুরুল আমিন ভূইয়াকে সঙ্গে নিয়ে গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে ১০ নং হাটখোলা রোডের সামনে নির্মাণাধীন ফ্ল্যাট দেখতে যায়। ওই সময় আসামি সিফাতের নেতৃত্বে আকবর, রিয়ান ও পলাতক অন্যান্য আসামিদের সহযোগিতায় ভিকটিম আল আমিন ও নুরুল আমিন ভুইয়াকে হত্যার উদ্দেশে স্টিলের ব্যাটন, স্টিলের চাকু, চাইনিজ কুড়াল দিয়ে বুক, পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। ওই ঘটনার বিষয়ে নিহতদের আপন বড় ভাই মো. রুহুল আমিন ভূইয়া থানায় এসে একটি হত্যা মামলা করেন। মো. ছালেহ উদ্দিন বলেন, মামলা রুজু হওয়ার পর ওয়ারী থানার একটি বিশেষ টিম ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং সোর্সের দেওয়া তথ্য মোতাবেক আসামিদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নির্ণয় করেন। পরবর্তীতে গত শুক্রবার ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. আকবর হোসেন ও তার ছেলে মো. আসিফ সুলতান সিফাত ও তার বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেখানো ও শনাক্ত মতে ওয়ারী থানার ১০ নং হাটখোলা রোডস্থ নির্মাণাধীন বিল্ডিংয়ের বাসা থেকে হত্যাকা-ে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ১ টি বৈদ্যুতিক শক স্ট্যান্ড, ১টি চাকু ও একটি স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button