জাতীয় সংবাদ

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’র আত্মপ্রকাশ

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ‘জনপ্রিয় পার্টি (বিপিপি)’। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে দলটির কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মো. বকুল হোসেন হৃদয়। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফার ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে এই দল আত্মপ্রকাশ করেছে। এ সময় তিনি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে ২০ জন সদস্য রয়েছে। এরমধ্যে আহ্বায়ক হয়েছেন মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. বকুল হোসেন হৃদয়। কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তারা হলেন- মো. বকুল হোসেন হৃদয়, শাহীন, স্যামুয়েল দাস, মো. ফরিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. ছাদিয়ার রহমান, মো. রেজাউল করিম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আবু হাসান প্রধান, এ এম মুনতাসীর, মো. আলাউদ্দিন, মো. রহমত আলী, এম এ জলিল, মো. জামাল উদ্দিন রিপন, মো. মনিরুল ইসলাম। সদস্য সচিব মো. রবিউল আলম এবং সদস্যরা হলেন- খন্দকার ডেভিড লেলিন, মো. আনোয়ার হাসান খোকন, মো. আল আমিন বিশ্বাস। যুগ্ম আহ্বায়ক মো. বকুল হোসেন বলেন, ‘শ্রমিক-জনতা এক হও, বাংলার জনতা এক হও, গণতন্ত্রকামী জনতা এক হও’ এটিই আমাদের দলের মূলনীতি। আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জনপ্রিয় পার্টি সবসময় জনগণের মতামতকে সবার সামনে উপস্থাপন করবে। জনগণের মৌলিক অধিকার আদায়ে জন্য উপযুক্ত কর্মসূচি ঘোষণা করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button