জাতীয় সংবাদ

গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় বাড়ল

প্রবাহ রিপোর্ট : গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা বেড়েছে। ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে এখন আগামী ১০ অক্টোবর পর্যন্ত কমিশনে অভিযোগ জমা দেওয়া যাবে। গত সোমবার এক বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি স্বশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকে অথবা কমিশনের ই-মেইলে অভিযোগ জমা দিতে পারবেন। আগামী ১০ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে প্রতি কর্মদিবসে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত লিখিতভাবে অভিযোগ দাখিল করা যাবে। তবে বর্ণিত সময়সূচি অনুযায়ী অভিযোগ দাখিলের ক্ষেত্রে হটলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ করা হয়েছে। হটলাইন নম্বর: ০১৭০১ ৬৬২১২০, ০২-৫৮৮১২১২১

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button