খালেদা জিয়ার নামে করা নড়াইলে আরেকটি মানহানির মামলা খারিজ

প্রবাহ রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে করা নড়াইলে আরেকটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। মানহানির অভিযোগে ২০১৫ সালে মামলাটি করেছিলেন নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের ইউসুফ ফারুকীর ছেলে রায়হান ফারুকী। বেগম খালেদা জিয়ার আইনজীবী জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন ধরে ধার্য দিনে আদালতে অনুপস্থিত থাকছেন। এ কারণে বিচারক ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারায় মামলা খারিজের আদেশ দিয়েছেন। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিল। মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশ হয়। সেখানে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমান সম্পর্কে খালেদা জিয়া একটি মানহানিকর বক্তব্য দেন। সে বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মানহানির মামলা করেন রায়হান ফারুকী। গত ২৯ আগস্ট নড়াইলে খালেদা জিয়ার নামে করা আরেকটি মানহানির মামলা খারিজ করা হয়। ওই মামলাও নড়াইল সদর আমলি আদালতে ছিল। বাদী দীর্ঘদিন হাজির না হওয়ায় সেটি খারিজ করে দেওয়া হয়।