জাতীয় সংবাদ
সড়কে পড়ে ছিল যুবকের মস্তকবিহীন লাশ

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। গত বুধবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসামদিয়া ধান গবেষণা অফিসের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে নীল রঙের একটি প্যান্ট এবং নীল কালারের একটি গেঞ্জি রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর থেকে সিআইডির একটি বিশেষজ্ঞ দল এসে মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী পরিবহনের নিচে চাপা পড়েন। এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি জানান, খবর পেয়ে ভাঙ্গা ধান গবেষণা অফিসের সামনের এক্সপ্রেসওয়ে থেকে ১৮-২০ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।