জাতীয় সংবাদ

খৈয়াছড়া ঝরনায় পর্যটক প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা

চলছে সংস্কারকাজ

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় একের পর এক ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ গত শুক্রবার ঝরনায় ঘুরতে এসে ওপর থেকে পাথর পড়ে মাহবুব হাসান (৩০) নামের বেসরকারি এক ব্যাংক কর্মকর্তা নিহত হন। দুর্ঘটনার কারণে খৈয়াছড়া ঝরনা সংস্কারকাজ ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিতের জন্য গত শনিবার থেকে সাময়িকভাবে ঝরনায় বন বিভাগের পক্ষ থেকে পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘চলমান বিরূপ আবহাওয়া এবং সংস্কারকাজের জন্য খৈয়াছড়া ঝরনাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে শুক্রবার এ ঝরনায় ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। পানির সঙ্গে পাথরগুলো ভেঙে ভেঙে ওপর থেকে পড়ছে। সে কারণে ঝরনা থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলছে। গত শনিবার এবং গতকাল রোববার র‌্যাম্পিংয়ে কাজ করেন এমন একটি অভিজ্ঞ টিম দিয়ে ঝরনার ওপর থেকে মৃত পাথারগুলো সরানো হয়েছে। ঝরনার নিচে থাকা কূপটিতে পর্যটকদের গোসল করা কিংবা নামার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।’ সংস্কারকাজ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যটকদের জন্য খৈয়াছড়া ঝরনা পুনরায় উন্মুক্ত করো দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন অন্যান্য ঝরনায় পর্যটকদের প্রবেশ স্বাভাবিক থাকবে।’ ঝরনায় ভ্রমণের সময় বন বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সঙ্গে নিয়ে ভ্রমণ করার অনুরোধ জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button