জাতীয় সংবাদ
মতিঝিলে ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে সেনা সদস্যের মৃত্যু

প্রবাহ রিপোর্ট : রাজধানীর মতিঝিলে সেনা ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে অমিত দে (২৪) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে দুপুর পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমিত দেকে ঢামেকে নিয়ে আসা ল্যান্স করপোরাল মো. আবদুর রহিম জানান, ক্যাম্পে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন অমিত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার আটার গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।