ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নিজের ঘর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার জেলার উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার ওসি মোঃ মুহিদুল ইসলাম। ফজিলত বেগম (৭০) সোরহাব ফকিরের স্ত্রী। তিনি টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বাসিন্দা। তবে নদী ভাঙনে বাড়ি হারানোর পর থেকে তিনি পার্শ্ববর্তী পাঁচগাঁও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামে থাকতেন। রাস্তার পাশের ওই ঘরে তিনি একাই বসবাস করতেন। তার ছেলে-মেয়েরা সবাই আলাদা বসবাস করতেন। তার ছেলে ফজল বলেন, “সকালে আমি কাজে চলে যাই। পরে আমার স্ত্রী ফোন করে মায়ের মৃত্যুর এই খবর দেয়। পরে বাড়িতে এসে দেখি আমার মাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত লেগে আছে।” তিনি আরও বলেন, “এর আগে মায়ের কাছে কারা যেন টাকা চেয়েছিল, কিন্তু টাকা না দেওয়ায় তারা মাকে গালাগালি করছিল। তখন তাদের নাম জানতে চাইলেও মা নাম বলেনি। আমার মনে হচ্ছে তারাই আমার মাকে খুন করেছে।” ওসি মুহিদুল জানান, নিহতের শরীরে রক্তাক্ত জখম রয়েছে। তার মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।