জাতীয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ফেনীতে মশাল মিছিল, রংপুরে বিক্ষোভ

প্রবাহ রিপোর্ট : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ফেনীতে মশাল মিছিল ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ফেনীতে এবং রাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। পরে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং রংপুর মহাসড়ক দিয়ে চকবাজার হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে মিছিল শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। ‘১ ২ ৩ ৪ সাহাবুদ্দিন তুই গদি ছাড়’, ‘আওয়ামী লীগের চামড়া তুলে নেবো আমরা’, ‘ছাত্রলীগের চামড়া তুলে নেবো আমরা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ বলে নানা স্লোগান দেন। মিছিল শেষে শহীদ আবু সাঈদ চত্বরে সমাবেশে বক্তব্য দেন আশিকুর রহমান, সাকিব রহমান, সুমন, রহমত আলীসহ কয়েকজন শিক্ষার্থী। সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অনেক আগেই অপসারণ করা উচিত ছিল। তিনি স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষা করতে পদত্যাগ করেননি বলে মিথ্যাচার করেছেন। এমন দালাল ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না। অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে। অন্যথায়, বঙ্গবভন অভিমুখে ছাত্র জনতা আবারও লংমার্চ কর্মসূচি ঘোষণা করবে। এ সময় শিক্ষার্থী সুমন মিয়া বলেন, এই ছাত্রলীগ, যুবলীগ আবু সাঈদকে হত্যা করেছে, আরও শত শত ভাইকে হত্যা করেছে। আমরা চাই না এমন সন্ত্রাসী সংগঠন এই স্বাধীন বাংলাদেশে আর সন্ত্রাসী কর্মকা- চালাক। তাই অতি দ্রুত তাদের নিষিদ্ধ করা হোক। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফ্যাসিবাদের দোসর। আজ তিনি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন উদ্দেশ্যমূলক কথা বলছেন। শিক্ষার্থী রহমান আলী বলেন, আমরা বলে দিতে চাই, স্বৈরাচারের দোসরদের জন্য এই বাংলার মাটিতে কোনো জায়গা নেই। আমরা তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করছি। বর্তমান রাষ্ট্রপতি আমাদের সঙ্গে খেলা শুরু করেছেন। আমরা চাই না তাকে জোর করে গদি থেকে নামানো হোক। নিজ থেকেই তিনি পদত্যাগ করুক। এদিকে, ফেনী প্রতিনিধি জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ফেনীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় শহরের জেল রোডের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আজিজ, ওমর ফারুক, মো. সোহাগসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সমন্বয়ক মো. আজিজ বলেন, ‘রাষ্ট্রপতি আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button