ওএমএস ডিলারশীপ বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট
প্রবাহ রিপোর্ট ঃ অনিয়ম ও দূর্ণীতির কারণে সারাদেশে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ওএমএস’র ৫ বছরের অধিক সময়ের ডিলারশীপ সম্প্রতি ৯ অক্টোবর বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সেই সিদ্ধান্ত বাতিলের দাবিতে হাইকোর্টে গতকাল রিট করা হয়েছে। রিটটি করেছেন ওএমএস ডিলারদের পক্ষে মোঃ খালেদ হোসেন। জানা যায়, এ ছাড়া ২০১৬ সাল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে বছরে পাঁচ মাস ৩০ কেজি করে চাল দিচ্ছে সরকার। এ জন্য ১০ হাজার ডিলার নিয়োগ করা হয়। ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ দেওয়ার পর আর পরিবর্তন করা হয়নি। ডিলার পরিবর্তন না হওয়ায় এই কর্মসূচিতে বেড়েছে অনিয়ম-দুর্নীতি। অনেকে ডিলারের লাইসেন্স ভাড়া নিয়ে প্রতিনিধি হিসেবে ওএমএস কার্যক্রম পরিচালনা করছেন। গুদাম থেকে খাদ্যশস্যও সংগ্রহ করছেন প্রতিনিধিরা। কেন্দ্র ও গুদাম কোথাও দেখা মেলে না ডিলারদের। বিতরণের আগেই গরিবের এই চাল-আটা হরিলুটের অভিযোগও রয়েছে। এমন পরিস্থিতিতে অন্তর্বতী সরকার সারা দেশের ১২ হাজার ৪২৬ জন ওএমএস ও খাদ্যবান্ধব ডিলারের লাইসেন্স বাতিল করছে। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাও হালনাগাদ করছে। তবে ইচ্ছা হলেই সুবিধাভোগীর নাম বাদ দেওয়া যাবে না বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের ডিজি আব্দুল খালেক। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দেশের প্রায় সাড়ে বারো হাজার ডিলারদের পক্ষে গতকাল হাইকোর্টে রিটটি করা হয়।