জাতীয় সংবাদ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান ইতিহাস

প্রবাহ রিপোর্ট : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। বুধবার অনুষ্ঠিত ৪৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী জানান, পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। উপাচার্য বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান ইতিহাস ২০২৪’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে, শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনা প্রবাহের সঙ্গে পরিচিত হবে। একই সঙ্গে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে। এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান ইতিহাস ২০২৪’ সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন অ্যাকাডেমিক কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য। ওই বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button