জাতীয় সংবাদ

গাজা ও লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত শতাধিক

প্রবাহ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজার উত্তরাঞ্চলেই নিহত হয়েছে কমপক্ষে ৪২ জন। বিভিন্ন স্বাস্থ্যসেবা মাধ্যমের উদ্ধৃতি দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য দিয়েছে। অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ জন নাগরিক নিহত হয়েছে আর আহত হয়েছে আরও ১৬১ জন। গাজা শহরে ইসরায়েলের অব্যাহত হামলায় দারাজ এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর বোমাবর্ষণে ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উপকূলজুড়ে টহলরত ইসরায়েলি গানবোটগুলো তীরে থাকা নুসেইরাত শরণার্থী শিবিরে গোলাবর্ষণ করেছে। এ ছাড়া দক্ষিণে রাফাহ এলাকাতেও গোলাবর্ষণ করা হয়েছে। ভোরের দিকে এসব গোলাবর্ষণ ছিল ব্যাপক মাত্রার। জাতিসংঘ এক প্রতিবেদনের জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ২৬ জন। এদিকে, লেবাননের সিডন শহরে একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিনজন নিহত হলে সে সময় পাশে থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ছয়জন মালয়েশীয় সৈন্য আহত হয়। ইসরায়েলের উত্তরাঞ্চলে গালিলি এলাকায় লেবানন থেকে বেশ কিছু রকেট নিক্ষেপ করা হয় বলে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে। পশ্চিম গালিলি এলাকার ৪০টি ছোট শহরে বিমান হামলার সাইরেন বাজানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও। গাজায় ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত ৪৩ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক লাখ দুই হাজার ৫৬১ জন। অন্যদিকে, লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন হাজার ১০৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১৩ হাজার ৮৫৬ জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button