জাতীয় সংবাদ

দ্রুত নির্বাচন দিতে বললেন জামায়াতের নায়েবে আমির

প্রবাহ রিপোর্ট : নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কমিশনসহ সব সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। এই কালক্ষেপণ জনগন মেনে নেবে না। একইসঙ্গে চাঁদাবাজ, স্বৈরাচার, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আগামীতে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় দারুল আমান একাডেমির হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য রাখার কথা রয়েছে। দেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে উল্লেখ করে ডা. সৈয়দ আবদুল্লাহ বলেন, গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা-মামলা, গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। কিন্ত এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। কোনো ষড়যন্ত্রের কাছে দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে। লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেন, শহর সভাপতি আরমান হোসেন পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button