জাতীয় সংবাদ

বিদেশে বসে ভাঁওতাবাজি করে জনগণকে একত্র করতে পারবেন না

শেখ হাসিনাকে ফারুক

প্রবাহ রিপোর্ট : আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মাদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আজ নাকি আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে। কিন্তু দুঃখজনক, বিদেশে বসে ভাঁওতাবাজি করে জনগণকে একত্র করতে পারবেন না। ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি এ সভার আয়োজন করে। ফারুক বলেন, আমরা ৭১ এ দেশ স্বাধীন করেছিলাম, কারণ আমরা শোষিত হতে চাইনি। আমরা শোষণ চাই না, আমরা চাই গণতান্ত্রিক দেশ। আমরা চাই দেশের মানুষ স্বাধীনভাবে বাস করুক। গণতান্ত্রিক অবস্থায় তারা যেন গণতন্ত্রের কথা বলতে পারেন। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র চলছেই। যারা ক্ষমতায় এসেই রক্ষীবাহিনী তৈরি করেছে, দেশের সংবিধান তছনছ করে একদল কায়েম করেছে, তারা দেশের স্বাধীনতা চেয়েছেন কি না প্রশ্ন উঠেছে। তিনি আরও বলেন, বড় বড় কথা বলে যারা ১৬ বছর দেশ শাসন করলেন, তারা এখন কোথায়? আওয়ামী লীগ সংবিধান তছনছ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। প্রতিষ্ঠানগুলোকে নিজদলীয় আড্ডাখানায় পরিণত করেছেন শেখ হাসিনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান ফারুক। তিনি বলেন, অন্তর্র্বতী সরকারের কাছে আমাদের দাবি, তারা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। সংস্কারের নামে বিলম্ব না করারও আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু,সংগঠনের সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button