ধর্ষণ শেষে হত্যায় ২ জনের মৃত্যুদ-

প্রবাহ রিপোর্ট ঃ বরিশালে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদ- দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। পাশাপাশি দুই আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালতের বিচারক মোঃ রকিবুল ইসলাম এই রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন, বাবুগঞ্জের সয়ন চন্দ্র শীল ও সুমন ফকির। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ও সরকার পক্ষের আইনজীবী জানান, ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন ওই নারী। এরপর তাকে হত্যা করে লাশ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহত নারীর ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। গতকাল সোমবার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত আসামি সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে মৃত্যুদ- প্রদান করেন।