জাতীয় সংবাদ
পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে

প্রবাহ রিপোর্ট : অগ্রহায়ণের শুরুতেই উত্তরাঞ্চলে শীত নেমেছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমেছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। তাপমাত্রা কমার সঙ্গে বেড়েছে হিমেল বাতাস। পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় পঞ্চগড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয়রা জানান, অগ্রহায়ণ মাস থেকেই এ জেলায় শীত বাড়তে থাকে। আগামী পৌষ-মাঘ মাস বেশি শীত পড়ে। রাত বাড়তে থাকলে শীত আরও বাড়ে।